চিকিৎসকরা এই কথা বলার পর থেকেই তার যেন ঘুম নেই - SHOMOY TV USA

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, April 8, 2020

চিকিৎসকরা এই কথা বলার পর থেকেই তার যেন ঘুম নেই

Responsive Ads Here


ছবিতে যাকে দেখছেন তিনি অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে ভিক্ষা করার মতো তিনি ঘুরে বেড়াচ্ছেন হাসপাতালের জন্য মাস্ক, পিপিই সংগ্রহের জন্য। কোনো প্রোটোকল নয়, ড্রাইভার, ব্যক্তিগত স্টাফ নয়, নিজে নিজে ছুটে যাচ্ছেন ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরিতে।

হাসপাতালগুলোতে মাস্ক, পিপিইর ঘাটতি দেখা দিচ্ছে- চিকিৎসকরা এই কথা বলার পর থেকেই তার যেন ঘুম নেই।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আহ্বান জানিয়েছিলেন- নিজেদের পণ্য সামগ্রীর উৎপাদন বন্ধ রেখে চিকিৎসা সামগ্রী উৎপাদনের জন্য। অটোমোটিভ পার্টস উৎপাদক কোম্পানি গাড়ির যন্ত্রাংশ উৎপাদন বন্ধ রেখে নিজেদের ফ্যাসিলিটিজ ছেড়ে দেয় মাস্ক, পিপিইর মতো প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী উৎপাদনের জন্য।
কিচেনার এবং উডব্রিজে দুটি কোম্পানি ‘মেইড ইন কানাডা মাস্ক’ তৈরি করছে, তৈরি করছে পিপিই। প্রথম পর্যায়ের পিপিই উৎপাদন সম্পন্ন হয়েছে- এই খবর পেয়ে এভাবেই ফ্যাক্টরিতে চলে যান ডাগ ফোর্ড।



স/টি / আ০০১

No comments:

Post a Comment

Post Top Ad