করোনা থেকে মুক্তি পেতে মদ্যপানে ৬০০ জনের মৃত্যু - SHOMOY TV USA

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, April 8, 2020

করোনা থেকে মুক্তি পেতে মদ্যপানে ৬০০ জনের মৃত্যু

Responsive Ads Here


মারণ ভাইরাস করোনা থেকে মুক্তি খুঁজছে সারা বিশ্ব। কিন্তু অজ্ঞতার বশে করোনা থেকে মুক্তি পেতে মদ্যপান করে প্রাণ গেল ৬০০ জনের। হাসপাতালে ভর্তি প্রায় ৩০০০ জন। ঘটনাটি ঘটেছে ইরানে। মধ্যপ্রাচের দেশগুলির মধ্যে ইরানে সবচেয়ে বেশি থাবা বসিয়েছে এই করোনাভাইরাস।

অ্যালকোহল মুক্তি দিতে পারে করোনা থেকে। এই বিশ্বাসেই উচ্চ ঘনত্বযুক্ত অ্যালকোহল পান করেন কয়েক হাজার মানুষ। যার ফলে প্রাণ গেছে ৬০০ জনে। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও তিন হাজার জন। 

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) এমনটাই জানিয়েছেন ইরানের জুডিসিয়াল প্রবক্তা গোলাম হোসেন ইসমাইলি। তিনি বলেন, ‘সংখ্যাটি খুব বেশি এবং আমাদের প্রত্যাশার বাইরে। অ্যালকোহল সেবন নিরাময় নয়, এটা মারাত্মক হতে পারে।’
তিনি আরও জানান, ‘এর সঙ্গে জড়িত প্রচুর লোককে গ্রেফতার করা হয়েছে৷ এতগুলো মানুষের মৃত্যু ও অপরাধমূলক কাজের জন্য তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

স/  আ/নাজ/০২

No comments:

Post a Comment

Post Top Ad