মেহের আমজাদ,মেহেরপুর //
ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে ২০০৪ সালের ২১ আগস্ট বিভিষীকাময় গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে মেহেরপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’র নির্দেশনায় গতকাল শুক্রবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী’র বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ^াস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য শামীমআরা হীরা। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মখলেছুর রহমান খোকন ও সহ দপ্তর সম্পাদক গোলাম কিবরীয়া বুলু। আলোচনা সভায় বক্তারা ২১ আগস্ট বোমা হামলাকারীদের পাশাপাশি এর পরিকল্পনাকারীদেরও দ্রæত বিচারের আওতায় আনার দাবি করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ আব্দুস সামাদ বাবলু বিশ^াস। আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলন।
No comments:
Post a Comment