সময়/ সুনামগঞ্জ ডেস্ক:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শালমারা গ্রামের বিভিন্ন বাড়িতে রহস্যজনকভাবে আগুন লেগেছে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামজুড়ে।
আগুন লাগার রহস্য জানতে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুইজন কর্মকর্তা।
আগুনের ব্যাপারে স্থানীয়রা জানায়, এক মাস ধরে মাঝে মধ্যেই আগুন লেগে যাচ্ছে। বিভিন্ন বাড়িতে কাপড়চোপড়, বিছানাপত্র ও খড়ের গাদায় রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটছে।
বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, কীভাবে এ আগুন লাগছে, বুঝতে পারছেন না তারা। তবে আগুন লাগার কারণ অনুসন্ধানে উপজেলা প্রশাসনের আহবানে ঘটনাস্থল পরিদর্শন করেন বাপেক্সের দুই সদস্যের বিশেষজ্ঞ দল। তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন।
সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
No comments:
Post a Comment