ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলা পরিষদের পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
অপরদিকে দুপুরে উপজেলার চুমুরদী গ্রাম থেকে আব্দুর রব নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
ভাঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ শফিকুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment