আবারও রিয়ালে ফিরতে পারেন রোনালদো! - SHOMOY TV USA

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 8, 2020

আবারও রিয়ালে ফিরতে পারেন রোনালদো!



প্রাণঘাতী করোনাভাইরাসের ধাক্কায় কার্যত ছারখার হয়ে গেছে গোটা ইতালি। প্রভাব পড়েছে সে দেশের অর্থনীতিতে। খারাপ অবস্থা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব জুভেন্টাসের।

এই অবস্থায় তাদের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেচে দিতে পারে জুভেন্টাস। স্থানীয় এক খবরে চাঞ্চল্য বিশ্ব ফুটবলে।

ইতালিয় মিডিয়ার খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদ রাজি থাকলে ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সিআর সেভেনকে ছেড়ে দিতে রাজি জুভেন্টাস। এমনিতে রোনালদোর সঙ্গে ২০২২ সালের জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে ইতালিয় ক্লাবটির। 
প্রতি মৌসুমে জুভেন্টাসের কাছ থেকে ২৭.৫ মিলিয়ন পাউন্ড পান পর্তুগিজ তারকা।

করোনার ধাক্কায় জুভেন্টাস এর সব ফুটবলারের বেতন কাটছাঁট হয়েছে। যার ফলে চার মাসে প্রায় ৮০ মিলিয়ন পাউন্ড বাঁচাতে সক্ষম হবে ইতালির ক্লাবটি। এই পরিস্থিতিতে ইতালি সিরি-এ লিগের সবচেয়ে দামি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছেড়ে দেওয়াই শ্রেয় মনে করছে জুভেন্টাস।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেন সিআর সেভেন। স্পেন থেকে ইতালিতে গিয়েও স্বমহিমায় পর্তুগিজ সুপারস্টার। ৭৫ ম্যাচে ৫৩ গোলও করেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। তবে প্রশ্ন উঠছে করোনা পরবর্তী সময়ে রিয়াল মাদ্রিদ বিশাল টাকা দিয়ে রোনালদোকে কেনার জায়গায় থাকবে কিনা!


স/আ/খেলাধুলা/০০১

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here