নাজমুল হাসান নিরব,ফরিদপুর:
জেমস গুরু ফ্যানস ক্লাব ,ফরিদপুর শাখার উদ্যোগে ২য় অক্টোবর সন্ধায় কেক কেটে জেমস গুরুর ৫৬ তম জন্ম বার্ষিকী পালন করা হয়।
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা রিয়েল ফিলিংস ব্যান্ডের মিলনাতয়নে জেমস গুরুর ভক্তদের অংশগ্রহনে জাকজমক ভাবে জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন জেমস গুরু ফ্যানস ক্লাবের সভাপতি জেমস জুয়েল ,এডমিন নাজমুল হাসান নিরব,সংগীত শিল্পী রতন টিকাদার,বিপ্লব,মাছুদ,সাজু,সাজ্জাদ প্রমুখ।
জেমস জুয়েল জানান, “কিশোর বেলায় মানুষ মেয়েদের পেছনে ঘুরে আর আমি গুরু জেমস এর জন্য পাগল ছিলাম।গুরুর প্রতি ভালোবাসা ও ভালো লাগা থেকে আমি প্রতিবছরই তার জন্মদিন পালন করি।শুভ জন্মদিন গুরু।গুরুর দির্ঘায়ু কামনা করছি”।
No comments:
Post a Comment